প্রধানমন্ত্রী আদালতকে প্রভাবিত করছেন : রিজভী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়াটাই প্রমাণ করে সরকার আদালতের রায়কে প্রভাবিত করে।
আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এমন অভিযোগ করেন। তিনি বলেন, মামলা বিচারাধীন থাকা অবস্থায় তা নিয়ে জার্মানির মিউনিখে প্রধানমন্ত্রীর বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
দলের একজন সংসদ সদস্যকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের মারধর করার বিষয়টিরও সমালোচনা করেন রিজভী।
রিজভী আহমেদ বলেন, ‘আদালত কী রায় দেবে না দেবে সেটা আদালতের বিষয়। সেটা বিচারিক প্রক্রিয়ার বিষয়। কিন্তু রায়ের একটি আগাম আভাস দিচ্ছেন প্রধানমন্ত্রী জার্মানির মিউনিখ থেকে। সুতরাং বোঝাই যায় তিনি করায়ত্ত করছেন, তিনি আদালতকে প্রভাবিত করছেন এবং তাঁর কথায় আদালত কাজ করবে এটাই সুস্পষ্ট। কিন্তু এই ১৬ কোটির দেশে এটি সম্ভব না।’