আমরা অপারগ, আমি মর্মাহত : প্রধান বিচারপতি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2017/02/21/photo-1487669560.jpg)
আদালতে বাংলা ভাষায় রায় লেখা চালু না হওয়ায় দুঃখ প্রকাশ করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা বলেছেন, শিগগিরই এ বিষয়ে একটা সমাধান বের করা যাবে।
একুশে ফেব্রুয়ারি উপলক্ষে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান বিচারপতি এ মন্তব্য করেন।
আদালতে বাংলা ভাষায় রায় লেখার বিষয়টি বিভিন্ন সময়ে আলোচিত হয়েছে। এ নিয়ে ১ ফেব্রুয়ারি সকালে সুপ্রিম কোর্টে সুরেন্দ্র কুমার সিনহা বলেন, এরই মধ্যে হাইকোর্টের অনেক বিচারপতি বাংলায় রায় দিয়েছেন। বাংলায় রায় দিতে হলে আইনজীবীদের সহযোগিতা করতে হবে।
আজ সকালে প্রধান বিচারপতি সাংবাদিকদের বলেন, ‘আমরা অপারগ, দুঃখিত আমরা। আমি মর্মাহত। আমার জীবনের কোনো দিন আমি পরাজিত হইনি। একটা জায়গায় আমি পারিনি। কোর্টে (আদালতে) বাংলা ভাষা চালু করা।’
‘সেটা কেন, প্রকাশ করেছি। আমি আশা করি, অচিরেই আমরা একটা সফটওয়্যার উদ্ভাবন করতে পারব। তাহলে সবগুলা রায় বাংলায় হবে।’