খুলনায় খালের পাড়ে কলেজছাত্রের লাশ

খুলনার ডুমুরিয়ার মীর্জাপুর এলাকায় সুদর্শন রায় (২২) নামের এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মঞ্জুরুল আলম জানান, স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে মীর্জাপুর গ্রামের মহিতোষ মহলদারের বাড়ির দক্ষিণ পাশে একটি খালের পাড় থেকে সুদর্শন রায়ের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, সুদর্শন খুলনার সুন্দরবন কলেজের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তাঁর বাড়ি বটিয়াঘাটা উপজেলার বুনরাবাদ গ্রামে। তিনি ছোটবেলা থেকে ডুমুরিয়ার বড়ডাঙ্গা গ্রামে মামা শ্যামল মণ্ডলের বাড়িতে বেড়ে ওঠেন।
ওসি মঞ্জুরুল আলম জানান, নিহতের পিঠে রড বা লাঠির আঘাতের চিহ্ন রয়েছে। ডান কান দিয়ে রক্ত বেরুচ্ছে। ময়নাতদন্ত ছাড়া এর বেশি কিছু বলা যাবে না।
পুলিশ ধারণা করছে, প্রেমঘটিত ব্যাপারে সুদর্শনকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হতে পারে।