খুলনায় মাদক মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা এক মামলায় পটুয়াখালীর দশমিনা উপজেলার বহরামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. রফিকুল হাসান সোহাকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার খুলনা মহানগর পুলিশের (কেএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রফিকুল ইসলাম সোহা খুলনা থানার কনস্টেবল ফারজানা আক্তার সুমির স্বামী।
কেএমপির বিশেষ শাখার পুলিশ সুপার মনিরুজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বুধবার রাতে নগরীর জিন্নাহপাড়ায় পুলিশ কনস্টেবল ফারজানা আক্তার সুমির ভাড়া বাসা থেকে তাঁর স্বামী রকিবুল হাসানকে মাদকের একটি মামলায় গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই কনস্টেবল ও তাঁর স্বামী মাদক ব্যবসায় জড়িত কি না সে বিষয়ে তদন্ত চলছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।