মানবতাবিরোধী অপরাধ
হবিগঞ্জে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই ভাই গ্রেপ্তার

মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারের পর দুই ভাই মজিবুর ও মহিবুর। ছবি : এনটিভি।
মানবতাবিরোধী অপরাধের মামলায় হবিগঞ্জের বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মজিবুর রহমান আঙ্গুর মিয়া ও তাঁর ভাই সাবেক চেয়ারম্যান মহিবুর রহমান বড় মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তাঁদের নবীগঞ্জ উপজেলা থেকে গ্রেপ্তার করে। মহিবুর খাগাউড়া ইউনিয়ন বিএনপির সভাপতি, মজিবুরও বিএনপির কর্মী।
হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র বলেন, গ্রেপ্তার আঙ্গুর মিয়া ও বড় মিয়ার বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা রয়েছে। আজই তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। এ পরিপ্রেক্ষিতে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
২০১৪ সালের ১১ ফেব্রুয়ারি খাগাউড়া গ্রামের ভিংরাজ বিবি নামের এক নারী তাঁদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে মামলা করেন।