গোপনে বাল্যবিবাহ, কনের বাবা-স্বামীসহ ৪ জনের কারাদণ্ড

চুয়াডাঙ্গায় বাল্যবিবাহ দেওয়ার দায়ে কনের বাবা, বর, ইমাম ও বিয়ের কাজে এক সহযোগিতাকারীকে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ রোববার দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার নূরনগর মাদ্রাসাপাড়ায় অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৃণাল কান্তি দে তাদের কারাদণ্ডাদেশ দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ ফেব্রুয়ারি নূরনগর গ্রামের মহিদুল ইসলাম গোপনে জীবননগর উপজেলার দৌলতগঞ্জ এলাকার মাহমুদ রমজানের ছেলে শাহ জালালের (২৪) সঙ্গে তাঁর দশম শ্রেণি পড়ুয়া ১৬ বছর বয়সী মেয়ের বিয়ে দেন। বিয়ের বিষয়টি ওই মেয়ের বড় ভাই রাজিব (২৭) জানতেন না। জানার পর তিনি আজ সকালে ইউএনওর কাছে অভিযোগ করেন। তাঁর অভিযোগের পর ইউএনও নূরনগর গ্রামে অভিযান চালান। এ সময় কনের বাবা মহিদুল ইসলাম, স্বামী শাহ জালালকে আটক করা হয়। পরে আলমডাঙ্গা উপজেলার বলেশ্বরপুর গ্রামের ইমাম ওয়াশিকুর ও বিয়ের কাজে সহযোগিতাকারী চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি গ্রামের হামিদুল হককেও ফোনে ডেকে নেওয়া হয়।
এরপর বাল্যবিবাহ দেওয়ার দায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মৃণাল কান্তি দে তাদের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ডাদেশ দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মৃণাল কান্তি দে বলেন, ‘বাল্যবিবাহের ঘটনা দুই বছরের মধ্যে জানতে পারলে আমরা ব্যবস্থা নিতে পারি।’
দণ্ডাদেশ পাওয়া চারজনকে আজ সদর থানার মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সদর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ওহিদুল ইসলামসহ অন্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।