গুজব শুনে খুলনায় পরিবহন শ্রমিকদের তাণ্ডব

খুলনার দৌলতপুর থেকে মানিকতলা পর্যন্ত ১০টি ইজিবাইক, একটি মাইক্রোবাস ও একটি বাস ভাঙচুর করেছে পরিবহন শ্রমিকরা। ঢাকায় পরিবহন শ্রমিক নেতাকে গ্রেপ্তারের গুজব শুনে আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত তাঁরা এই তাণ্ডব চালায়।
শ্রমিকরা জানান, সন্ধ্যায় তাঁরা খবর পান ঢাকায় অবস্থানরত বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের আঞ্চলিক কমিটির আহ্বায়ক আবদুর রহিম বক্স দুদুকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর প্রতিবাদে তারা রাস্তায় নেমে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শ্রমিকরা রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায় এবং মিছিল করে। ‘আবদুর রহিম বক্স দুদু গ্রেপ্তার কেন জবাব চাই, জবাই চাই’ বলে স্লোগান দিতে থাকে। একপর্যায়ে যশোর রোডের দৌলতপুর থেকে মানিকতলা পর্যন্ত ১০টি ইজিবাইক, একটি মাইক্রোবাস ও একটি বাস ভাঙচুর করে। পরে পুলিশ এসে শ্রমিকদের আবদুর রহিম বক্স দুদুকে গ্রেপ্তারের বিষয়টি গুজব বলে জানালে রাত ৮টার দিকে পরিস্থিতি শান্ত হয়।
এ ব্যাপারে আবদুর রহিম বক্স দুদুর বক্তব্য পাওয়া যায়নি। রাত সাড়ে ৮টার দিকে তাঁর সহকারী মনজু মুঠোফোনে এনটিভি অনলাইনকে জানান, আবদুর রহিম বক্স দুদু গ্রেপ্তার হননি। তিনি ঢাকাতেই আছেন এবং অন্য পরিবহন শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে আছেন। তিনি বাইরে অপেক্ষা করছেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন যানবাহন ভাঙচুরের ঘটনা নিশ্চিত করেছেন। তিনি বলেন, শ্রমিকরা রাস্তায় যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল। এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত যানবাহন মালিকদের কেউ অভিযোগ করেননি।
এদিকে পরিবহন ধর্মঘটের কারণে সড়ক পথে চলাচল বন্ধ থাকায় ট্রেনে উপচে পড়া ভিড় দেখা গেছে। অপর দিকে নগরীর পরিবহন কাউন্টারগুলো ছিল যাত্রী শূন্য অবস্থায়।