১১ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

হবিগঞ্জে ১১ মামলার পলাতক আসামি লুৎফরকে গতকাল বুধবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : এনটিভি
হবিগঞ্জে ১১টি মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার দিবাগত রাতে বানিয়াচং উপজেলার গুনই এলাকার একটি হাওর থেকে লুৎফর রহমান নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি বাহুবল উপজেলার বাটপাড়ার বাসিন্দা।
আজ বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সামছুর রহমান শামস সাংবাদিকদের বলেন, লুৎফর আন্তজেলা ডাকাতদলের সদস্য। তাঁর বিরুদ্ধে হবিগঞ্জ, সিলেট ও মৌলভীবাজার জেলার বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে। এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।