বাসুদেবের ওপর হামলার প্রতিবাদে আন্দোলনের ঘোষণা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি বাসুদেব রায়ের ওপর হামলার চতুর্থ দিনেও গ্রেপ্তার হননি ছাত্রলীগের কর্মী সাদ্দাম হোসেন সজীব ও তাঁর সহযোগী। তাই এর প্রতিবাদে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। এ সময় রাবির কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক কণিকা গোপ, ছাত্র ইউনিয়নের সভাপতি আয়াতুল্লাহ খোমেনীসহ আরো অনেক সাংস্কৃতিককর্মী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে রাবির কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি দেবশ্রী মণ্ডল বলেন, ‘বাসুদেব রায়ের ওপর হামলার ঘটনায় দোষীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে রাবি সাংস্কৃতিক জোট। কিন্তু ঘটনার চার দিন পার হলেও প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বাসুদেব রায়ের সুবিচার না হলে আগামী দিনগুলোতে কঠোর আন্দোলনে যাব।’
দেবশ্রী মণ্ডল দাবি তুলে ধরে আরো বলেন, ‘আমরা উপাচার্য বরাবর যে স্মারকলিপি দিয়েছি সেখানে দুই দফা দাবি জানানো হয়েছে। প্রথমত ২৪ ঘণ্টার মধ্যে ছাত্রলীগ কর্মী সাদ্দাম হোসেন সজীব ও তাঁর সহযোগীকে গ্রেপ্তারসহ তাদের ছাত্রত্ব বাতিল করা। দ্বিতীয়ত, সাংস্কৃতিককর্মীসহ বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করা।’
আগামীকাল শনিবার সকাল ১০টায় রাকসু ভবন থেকে শুরু করে শহীদুল্লাহ্ কলাভবন, রবীন্দ্র কলাভবনের সামনে, প্রথম ও চতুর্থ বিজ্ঞান ভবনের মাঝখানে এবং চারুকলা বিভাগের সামনে সাংস্কৃতিক জোট অবস্থান কর্মসূচি পালন করবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দেবশ্রী মণ্ডল বলেন, ‘বাসুদেব সাংস্কৃতিককর্মী ছাড়াও বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ শিক্ষার্থী। তিনি যদি বিচার না পান তাহলে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীর নিরাপত্তা কোথায়? তাই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়িয়ে আন্দোলনকে আরো বেগবান করা হবে।’ এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলেও তিনি জানান।
সাংস্কৃতিক জোটের এ আন্দোলনে সংহতি জানিয়েছে রাবি অনুশীলন নাট্যদল, ছাত্র ফেডারেশন, ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট, বিপ্লবী ছাত্রমৈত্রী এবং চলচ্চিত্রবিষয়ক সংগঠন ম্যাজিক লণ্ঠন।
গত মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বাংলাদেশ গণশিল্পী সংস্থার রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার মহড়া কক্ষে বাসুদেবকে পিটিয়ে পা ভেঙে দেন ছাত্রলীগকর্মী সাদ্দাম হোসেন সজীব ও তাঁর সহযোগী। আহত বাসুদেব বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থী। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।