চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে একজন নিহত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের কাছে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. সুমন (৪০)। তিনি মানিকগঞ্জ জেলার নরহাটি গ্রামের বাসিন্দা।
চুয়াডাঙ্গা স্টেশনের রেলওয়ে পুলিশের (জিআরপি) উপপরিদর্শক (এসআই) জালাল উদ্দিন বলেন, বিকেলে একটি মালবাহী ট্রেন ঈশ্বরদী থেকে খুলনা যাচ্ছিল। ট্রেনটি আলমডাঙ্গা স্টেশনে পৌঁছানোর আগেই সুমন রেললাইন পার হতে গেলে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।