বিএনপি পাতানো নির্বাচনে যাবে না : রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমানের সরকারের অধীনে কোনো ‘পাতানো নির্বাচনে’ যাবে না তাঁর দল।
রাজধানীর পুরানা পল্টনে মুক্তিযোদ্ধা দলের কার্যালয়ে দিনব্যাপী ‘লিডারশিপ ওয়ার্কশপ’-এর উদ্বোধন অনুষ্ঠানে রিজভী এই মন্তব্য করেন।
রিজভী বলেন, ‘এই দেশে ১৬ কোটি, সাড়ে ১৬ কোটি মানুষকে আপনি রেজিস্ট্রেশনের ফিতায় বাঁধবেন, আর সেই বেঁধে বিএনপি আপনাদের পাতানো নির্বাচনে, প্রহসনের নির্বাচনে, ভোট সেন্টারে সেন্টারে ছাত্রলীগ থেকে মনোনীত ম্যাজিস্ট্রেটদের দেবেন, ওসিদের দেবেন, আর জনগণ ভোট দিতে যেতে পারবে না, আর আপনারা মিডিয়া ক্যুর মাধ্যমে ভোট আপনাদের দলের লোকদের মানে তাদেরকে আপনারা বিজয়ী ঘোষণা করবেন, সেই সুখস্বপ্ন, আমি মনে করি দিবাস্বপ্নই থেকে যাবে। এটা কোনো দিন পূরণ হবে না।’
জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী নাগরিক দল আয়োজিত আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দোকার মোশাররফ হোসেন বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে চলা একটি মামলাও সরকার প্রমাণ করতে পারবে না। কারণ তাঁর বিরুদ্ধে দায়ের করা সব মামলাই মিথ্যা ও বানোয়াট।
বাংলাদেশের বিচার বিভাগের দুর্বলতা নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত বার্ষিক প্রতিবেদন উল্লেখ করে ড. মোশাররফ বলেন, এখন আর কোনো খাতেই সরকারের নিয়ন্ত্রণ নেই। জনগণের নিরাপত্তা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে তারা। এই অবস্থায় বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচনকালীন সরকার প্রতিষ্ঠা করবে।