সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য নিহত

চুয়াডাঙ্গা সদর উপজেলায় মোটরসাইকেল ও ইটবোঝাই ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে অহিদুল ইসলাম (৪৫) নামে এক ইউনিয়ন পরিষদ সদস্য নিহত হয়েছেন।
আজ শনিবার বিকেল ৪টার উপজেলার দৌলাতদিয়াড়ে বঙ্গজ বিস্কুট ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অহিদুল আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। তিনি রুইতনপুর গ্রামের শফি উদ্দিন মল্লিকের ছেলে।
সদর থানার উপপরিদর্শক (এসআই) খালিদ হোসেন জানান, অহিদুল চুয়াডাঙ্গা শহর থেকে মোটরসাইকেলে করে নিজ গ্রামে যাচ্ছিলেন। এ সময় দুর্ঘটনায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।