আলমডাঙ্গায় বাসের ধাক্কায় দুজন নিহত

চুয়াডাঙ্গা আলমডাঙ্গার উত্তরা ফিলিং স্টেশনের সামনে বাসের ধাক্কায় আলমসাধুর দুই যাত্রী নিহত হয়েছেন।
আজ রোববার সকাল ৭টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আলমসাধুর চালক আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
ঘটনার প্রত্যক্ষদর্শী আলমডাঙ্গা কলেজপাড়ার সজীব আহমেদ জানান, আলমডাঙ্গা থেকে একটি আলমসাধুতে করে দুজন যাত্রী নিয়ে চুয়াডাঙ্গা অভিমুখে যাচ্ছিলেন। একই দিকে চলা দ্রুতগামী একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়। আলমসাধু চালক ও অন্য যাত্রীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন। হাসপাতালে নেওয়ার পথে অপর যাত্রীও মারা যান।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মশিউর রহমান জানান, মাথায় বড় ধরনের আঘাতের কারণে ওই যাত্রী মারা গেছেন। চালকের অবস্থাও সংকটাপন্ন।
আলমডাঙ্গা ফায়ার সার্ভিসের টিম লিডার আক্কাস আলী জানান, ফোনে খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে তিনজনকে পড়ে থাকতে দেখেন। ঘটনাস্থলেই একজন মৃত পড়ে ছিল। দুজনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক আরেকজনকে মৃত ঘোষণা করেন। চালকের চিকিৎসা চলছে।