বগুড়ায় শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতি, মানববন্ধন

বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে শিক্ষানবিশ (ইন্টার্ন) চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে।
টানা তৃতীয় দিনের মতো কাজে যোগ না দিয়ে আজ রোববার বেলা ১১টার দিকে হাসপাতালের বহির্বিভাগের সামনে শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন।
শিক্ষানবিশ শিক্ষার্থীরা বলেন, অবিলম্বে তাঁদের দাবি মানা না হলে আরো কঠোর আন্দোলন পালন করবেন তাঁরা।
আন্দোলনরত শিক্ষার্থীদের মুখপাত্র কুতুবউদ্দিন বলেন, ‘একটা তদন্ত কমিটির বায়াস (পক্ষপাতমূলক) প্রতিবেদনের ভিত্তিতে ন্যায্য দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বহিষ্কারের যে আদেশ দেওয়া হয়েছে, তা অবশ্যই স্থগিত করতে হবে।’ তিনি আরো বলেন, ‘সারা বাংলাদেশে প্রত্যেকটা দিনই কোনো না কোনো জায়গায় ডাক্তারদের হামলা হচ্ছে। আমরা এর একটা প্রতিকার চাই।’
গত ১৯ ফেব্রুয়ারি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ফ্যানের সুইচ বন্ধ করতে বলায় এক নারী ইন্টার্ন চিকিৎসকের সঙ্গে রোগীর স্বজনদের বাগবিতণ্ডা হয়। এর জের ধরে অন্য চিকিৎসরা মুমূর্ষু রোগীর সামনেই স্বজনদের মারধর ও কান ধরে ওঠবস করান। এরপর রোগীর স্বজনদের বিরুদ্ধে অভিযোগ এনে হাসপাতালের গেট আটকে সব ধরনের চিকিৎসাসেবা বন্ধ করে দেন।
২১ ফেব্রুয়ারি সিরাজগঞ্জের বাসিন্দা ওই রোগী মারা যান।
এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে গত ২ মার্চ চার ইন্টার্ন চিকিৎসকের পেশাগত সনদের কার্যকারিতা ছয় মাস স্থগিত করে মন্ত্রণালয়। তাঁরা হলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের বর্তমান সভাপতি এম এ আল মামুন, সহসভাপতি আশিকুজ্জামান আসিফ, সাবেক সহসভাপতি কুতুবউদ্দিন ও নূরজাহান বিনতে ইসলাম নাজ।