সেই চিকিৎসকদের ইন্টার্নশিপ বাতিল হবে

বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন আলাউদ্দিন হোসেনের মৃত্যুদের শোক প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘আলাউদ্দিনের স্বজনদের সঙ্গে যারা দুর্ব্যবহার করেছে, তাদের চিহ্নিত করা হয়েছে। তাদের ইন্টার্নশিপ বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে।’
আজ বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
গত শনিবার রাতে মস্তিষ্কে রক্তক্ষরণ হলে আলাউদ্দিনকে (৬৫) বগুড়ায় শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। আলাউদ্দিন সিরাজগঞ্জের কোনাগাতী গ্রামের বাসিন্দা। এ সময় আলাউদ্দিনের পরিবারের সদস্যদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের কথাকাটাকাটি হয়। ইন্টার্ন চিকিৎসকরা আলাউদ্দিনের ছেলে রউফকে মারধর করেন। একই সঙ্গে আলাউদ্দিনের পরিবারের অন্য সদস্যরাও ইন্টার্ন চিকিৎসকের হামলার শিকার হন। গতকাল মঙ্গলবার ভোরে আলাউদ্দিন মারা যান।
ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চিকিৎসাধীন অবস্থায় আলাউদ্দিনের স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের দুর্ব্যবহারের ঘটনাকে দুঃখজনক ও অনভিপ্রেত অভিহিত করে জড়িতদের কঠোর শাস্তির ঘোষণা পুনর্ব্যক্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী বা স্বজনদের সঙ্গে যেন কোনোভাবেই দুর্ব্যবহার না করা হয়, সেদিকে সতর্ক থাকার জন্য চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীদের প্রতি নির্দেশ দিয়েছেন তিনি।
মোহাম্মদ নাসিম বলেন, ‘সেবা নিতে আসা মানুষের সঙ্গে অন্যায় আচরণের অভিযোগ আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।
হাসপাতাল হচ্ছে সেবাপ্রার্থীর আশ্রয়স্থল। সেবাদানকারী সকলেই মহান পেশার সঙ্গে যুক্ত। এখানে কোনো রকমের দুর্ব্যবহার বা অসৌজন্য আচরণ কাম্য নয়।’ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রোগীর সেবা কার্যক্রম ব্যাহত করে অহেতুক ধর্মঘট বা উত্তেজনা ছড়াতে পারে এমন কোনো কর্মসূচি না দেওয়ার জন্য চিকিৎসক, নার্সসহ সবার প্রতি আবারও আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।