ভাসল দেশের প্রথম সৌরচালিত নৌকা

চুয়াডাঙ্গায় ভাসানো হলো দেশের প্রথম সৌরচালিত নৌকা। আজ রোববার মাথাভাঙ্গা নদীতে পরীক্ষামূলকভাবে ভাসানো হয় এ নৌকা।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) অর্থায়নে বাংলাদেশ সরকারের নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের অংশ হিসেবে দেশে প্রথমবারের মতো এই নৌকা তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) পরিচালক শেখ রিয়াজ আহমেদ।
চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়ায় অবস্থিত সোলার-ই টেকনোলজির তত্ত্বাবধানে সৌরচালিত নৌকা নির্মাণ করা হয়েছে।
নির্মাণকারী প্রতিষ্ঠানের প্রধান প্রকৌশলী আহমেদুল কবীর জানান, কম খরচে সৌরশক্তি ব্যবহার করে পাঁচটি নৌকার নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৭৮ লাখ টাকা। তিনি বলেন, প্রচলিত শ্যালো ইঞ্জিনচালিত নৌকা পরিবেশ দূষণ করে। সৌর নৌকা পরিবেশবান্ধব। সরকার চাইলে এ প্রকল্প আরো বড় আকারে বাস্তবায়ন করা সম্ভব।
নৌকা ভাসানোর সময় উপস্থিত ছিলেন স্রেডার প্রকল্প পরিচালক ড. মো. তৈয়বুর রহমান।