জঙ্গিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নৌমন্ত্রীর

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ২০১৩, ১৪ ও ১৫ সালে জঙ্গিরা দেশের মানুষকে হত্যা করেছে। আমাদের গাড়িচালক, চালকের সহকারী ও পুলিশকে হত্যা করেছে তারা। এদের প্রতিহত করতে হবে। পুলিশ দিয়ে জঙ্গিগোষ্ঠীকে দমন করা যাবে। জঙ্গিবাদ একটি মতবাদ- এই মতবাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।
আজ রোববার দুপুরে শরীয়তপুরে মজিদ-জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নৌমন্ত্রী। জঙ্গিবাদ দমন একটি আদর্শিক লড়াই উল্লেখ করে মন্ত্রী সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
রাজধানীর হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলার পর জঙ্গি দমনে পুলিশের দক্ষতার কথা উল্লেখ করে শাজাহান খান বলেন, পুলিশকে আমাদের আরো বেশি সহযোগিতা করা দরকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মজিদ-জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা বাংলাদের পুলিশের মহাপরিচালক এ কে এম শহীদুল হক।
এ সময় আরো উপস্থিত ছিলেন শরীয়তপুরের জেলা প্রশাসক মাহমুদুল হোসাইন খান, পুলিশ সুপার সাইফুল্লাহ আল-মামুনসহ জেলার রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা।