এবার চিকিৎসকদের ‘প্রাইভেট প্র্যাকটিস’ বন্ধ রাখার হুমকি

সারা দেশে শিক্ষানবিশ (ইন্টার্ন) চিকিৎসকদের কর্মবিরতির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) বগুড়া শাখা। চার ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে শাস্তি প্রত্যাহার না করলে বগুড়া জেলায় সব চিকিৎসকের ‘প্রাইভেট প্র্যাকটিস’ বন্ধ রাখার হুমকি দিয়েছে চিকিৎসকদের সংগঠনটি।
আজ রোববার বিএমএ বগুড়া শাখার সাধারণ সম্পাদক মো. রেজাউল আলম জুয়েল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
এক ঘটনাকে কেন্দ্র করে গত ২ মার্চ বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের চার ইন্টার্ন চিকিৎসকের পেশাগত সনদের কার্যকারিতা ছয় মাস স্থগিত করে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। তাঁরা হলেন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের বর্তমান সভাপতি এম এ আল মামুন, সহসভাপতি আশিকুজ্জামান আসিফ, সাবেক সহসভাপতি কুতুবউদ্দিন ও নূরজাহান বিনতে ইসলাম নাজ। এর পরই ওই কলেজের ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতির ডাক দেন। গতকাল শনিবার থেকে সারা দেশে শুরু হয়ে হয়েছে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি।
এদিকে বিএমএ বগুড়া শাখার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালসহ সারা দেশে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে নারী চিকিৎসকদের উত্ত্যক্ত এবং অন্যান্য চিকিৎসকদের ওপর সাম্প্রতিককালে সংঘটিত সব হামলা ও নির্যাতনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও সব চিকিৎসককে নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার দাবি জানানো হয়।
চার ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে নেওয়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যবস্থাকে ‘এক তরফা’, ‘অযৌক্তিক,’ ও ‘অন্যায়’ বলে অভিহিত করেছে বগুড়া বিএমএ।