পাহাড়ি ঢলে বেড়িবাঁধ ভেঙে ঘরবাড়ি প্লাবিত

প্রবল বর্ষণে পাহাড়ি ঢল নেমে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গামারীতলা ইউনিয়নের দক্ষিণ গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন ক্ষতিগ্রস্ত হয়। আজ শনিবার উপজেলা কর্মকর্তারা সেটি পরিদর্শন করেন। ছবি : এনটিভি
প্রবল বর্ষণে পাহাড়ি ঢল নেমে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় নিতাই নদীর দুটি বেড়িবাঁধ ভেঙে বেশকিছু এলাকা প্লাবিত হয়েছে। শুক্রবার রাতের এ ঢলে উপজেলার গামারীতলা ইউনিয়নের দক্ষিণ গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনসহ আশপাশের বেশকিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আনিসুজ্জামান খান, উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. বাবলু মিয়া, ইউপি চেয়ারম্যান আবদুল ওয়াহেদ তালুকদার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।
প্রকৌশলী মো. বাবুল মিয়া এনটিভি অনলাইনকে বলেন, স্কুলটি আরো ক্ষতিগ্রস্ত হওয়ার আগেই ইউপি চেয়ারম্যানকে দ্রুত সংস্কারের কাজ করতে বলা হয়েছে।
এ ছাড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের বল্লভপুর এলাকায় নিতাই নদীর বেড়িবাঁধ ভেঙে পোড়াকান্দুলিয়া, গোয়াতলা, ধোবাউড়া, বাঘবেড় ইউনিয়নের নিচু এলাকা প্লাবিত হয়েছে।