ট্রাক্টর-মোটরসাইকেলের সংঘর্ষে সাবেক কাউন্সিলর নিহত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দর্শনা পৌরসভার সাবেক কাউন্সিলর জাহিদুল ইসলাম (৪০) নিহত হয়েছেন।
আজ রোববার দুপুর ১টার দিকে দামুড়হুদা উপজেলার লোকনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহিদুল জেলার দর্শনা বাসস্ট্যান্ড এলাকার আবুল হোসেনের ছেলে। তিনি দর্শনা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
দুর্ঘটনায় আহত হয়েছেন দর্শনা বাসস্ট্যান্ড বাজার কমিটির সাধারণ সম্পাদক কামালউদ্দিন সান্টু। তাঁকে দর্শনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ দুপুরে মোটরসাইকেলে চড়ে জাহিদুল ইসলাম ও ব্যবসায়ী নেতা সান্টু দর্শনা ফিরছিলেন। পথে পাশ কাটিয়ে যাওয়ার সময় তাঁদের মোটরসাইকেলের সঙ্গে একটি ট্রাক্টরের ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেলটি রাস্তায় উল্টে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন জাহিদুল।
দামুড়হুদা মডেল থানার উপপরিদর্শক (এসআই) লিয়াকত আলী জানান, দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গেছেন।