চুয়াডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৬

চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিশেষ অভিযানের প্রথম দিনে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের একাংশ। ছবি : এনটিভি
চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিশেষ অভিযানের প্রথম দিনে আন্তজেলা ডাকাতদলের সদস্যসহ ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল শনিবার মধ্যরাত থেকে আজ রোববার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে জেলার চার উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, জেলা পুলিশের ১০ দিনব্যাপী বিশেষ অভিযানের প্রথম দিনে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ নয়জন, দামুড়হুদা মডেল থানা চারজন, জীবননগর থানা সাতজন ও আলমডাঙ্গা থানার পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করে। এর মধ্যে আলমডাঙ্গার কালিদাসপুর গ্রাম থেকে আন্তজেলা ডাকাতদলের সদস্য টুটুলকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে তিনটি বোমা উদ্ধার করা হয়েছে।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতা, চুরি ও ডাকাতির মামলা আছে।