মির্জা আব্বাসসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন

সাংবাদিকদের জায়গা বরাদ্দ দেওয়ার ঘটনায় সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী, বিএনপি নেতা মির্জা আব্বাসসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জমি বরাদ্দে অনিয়মের মাধ্যমে সরকারের প্রায় ১৫ কোটি ৫২ লাখ টাকা ক্ষতি করা হয়েছে বলে অভিযোগে বলা হয়েছে।
আজ মঙ্গলবার কমিশনের নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয় বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানিয়েছেন।
ইউএনবি জানায়, অভিযোগপত্রভুক্ত অন্যরা হলেন সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী বিএনপি নেতা আলমগীর কবীর, সাবেক যুগ্ম সচিব বিজন কান্তি সরকার, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের অফিস সহকারী এম মতিয়ার রহমান এবং কোষাধ্যক্ষ মনসুর আলম।
২০১৪ সালের ৬ মার্চ দুদকের তৎকালীন উপপরিচালক যতন কুমার রায় কম দামে সাংবাদিকদের জায়গা দেওয়ার মাধ্যমে সরকারের আর্থিক ক্ষতি করার অভিযোগে একটি মামলা করেন। এতে আলমগীর কবীরসহ চারজনকে আসামি করা হয়।