পঞ্চগড়ে ৫ দিনব্যাপী স্বাধীনতা সাইকেল ভ্রমণ শুরু

‘সড়ক দুর্ঘটনা রোধ করি, মাদকমুক্ত সমাজ গড়ি’ স্লোগানকে সামনে রেখে পঞ্চগড় জেলায় পাঁচদিনব্যাপী স্বাধীনতা সাইকেল ভ্রমণ শুরু হয়েছে। পঞ্চগড় সাইক্লিং রাইডার্স (পিসিআর) এর আয়োজন করেছে।
আজ সোমবার সকালে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এ ভ্রমণ শুরু হয়। প্রথমে তারা পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার এবং মাদকের কুফল সম্পর্কে প্রচারণা চালায়। এরপর সেখান থেকে তাঁরা জেলার আটোয়ারী উপজেলায় রওনা দেন।
দিনভর তারা এ উপজেলার বিভিন্ন হাট-বাজারে সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার এবং মাদকের কুফল সম্পর্কে প্রচারণা চালিয়ে আটোয়ারী উপজেলা ডাকবাংলোয় রাত্রি যাপন করবেন।
পরদিন সেখানকার স্কুল-কলেজগুলোতে গিয়ে শিক্ষার্থীদের মাঝে এ বিষয়ে প্রচারণা চালাবেন। এরপর ১৪, ১৫, ১৬ ও ১৭ মার্চ পর্যন্ত বোদা, দেবীগঞ্জ ও তেঁতুলিয়া উপজেলার হাটবাজার ও স্কুল-কলেজগুলোতে প্রচারণা চালাবেন।
পঞ্চগড় সাইক্লিং রাইডার্সের (পিসিআর) সভাপতি হাবিবুর রহমান হাবিব ও সাধারণ সম্পাদক সাদিকুল ইসলামের নেতৃত্বে ১০ সদস্যের সাইক্লিং দলটিতে রয়েছেন, সাঈদ ইসলাম, মারুফ হাসান আবির, আবিস্কার হোসাইন, সুলতানুর আরেফিন, আবদুর রহিম, মো. ওমর ফারুক, তজমুল হোসেন, আল মামুন শাহরুক।
পঞ্চগড় সাইক্লিং রাইডার্সের (পিসিআর) সভাপতি হাবিবুর রহমান হাবিব জানান, ‘তাঁরা সবাই বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থী। জনসাধারণের মাঝে সড়ক দুর্ঘটনা রোধে করণীয় ও মাদকের কুফল সম্পর্কে প্রচারণা চালানোই আমাদের মূল লক্ষ্য।’