স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন

নড়াইলে স্ত্রীকে হত্যার দায়ে আজ বুধবার ফারুক শেখকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। ছবি : এনটিভি
নড়াইলে স্ত্রী হত্যার দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
আজ বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আবুল বাশার মুন্সী আসামির উপস্থিতিতে এ রায় দেন। দণ্ডাদেশ পাওয়া ব্যক্তির নাম ফারুক শেখ (৩০)।
নড়াইল জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) এমদাদুল ইসলাম ইমদাদ বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।
মামলার বরাত দিয়ে আইনজীবী জানান, ২০১৪ সালের ২৮ মার্চ রাত ১১টার দিকে নড়াইলের কালিয়া উপজেলার কুলশুর গ্রামের ফারুক শেখ তাঁর স্ত্রী মিতালী বেগমকে শ্বাসরোধে হত্যা করে। এ ঘটনায় ফারুককে আসামি করে কালিয়া থানায় মামলা করা হয়।
মামলায় নয়জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত ফারুক শেখকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। ফারুক বর্তমানে কারাগারে আছেন।