স্ত্রী হত্যার দায়ে পলাতক স্বামীর মৃত্যুদণ্ড

খুলনায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার রায় দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে খুলনার বিশেষ দায়রা জজ ও জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইবুন্যালের বিচারক এস এম সোলাইমান এ রায় দেন।
দণ্ডাদেশ পাওয়া ব্যক্তির নাম মিরাজুল শেখ। তিনি ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আরিফুল ইসলাম লিটন বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১০ সালের ২৮ থেকে ৩০ জানুয়ারির কোনো এক সময় নগরীর নতুনবাজার মিয়া গলির নিজ বাড়িতে স্ত্রী হোসনে আরাকে মাথায় আঘাত করে হত্যা করেন মিরাজুল শেখ। এরপর তিনি দরজায় তালা লাগিয়ে পালিয়ে যান। এ ঘটনায় ওই বছরের ৩০ জানুয়ারি নিহত হোসনে আরার ভাই নান্নু সিকদার বাদী হয়ে মিরাজুলকে আসামি করে খুলনা সদর থানায় হত্যা মামলা করেন। এরপর ২০১১ সালের ৩ ফেব্রুয়ারি খুলনা থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম স্বামী মিরাজুল শেখকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। এ মামলায় অভিযোগপত্রে থাকা ২৩ জনের মধ্যে ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ আদালত এ রায় দেন।