নড়াইলে ৭০০ ইয়াবা উদ্ধার, একজন আটক

নড়াইল জেলায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭০০ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় শরিফুল বিশ্বাস নামে এক ব্যক্তিকে আটক করেছে ডিবি পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে শরিফুলকে আটক করা হয়। তিনি পৌরসভার ভাদুলিডাঙ্গার বাসিন্দা।
জেলা পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, সদর থানার উপপরিদর্শক (এসআই্) হাসানসহ ডিবি পুলিশ শহরের ভাদুলিডাঙ্গার নিজ বাড়ি থেকে শরিফুল বিশ্বাসকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে ৭০০ ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।