রাজশাহীতে ৮০ বস্তা পঁচা খেজুর আটক

রাজশাহী মহানগরীর ‘আরিফ ফল ভাণ্ডারে’ অভিযান চালিয়ে ৮০ বস্তা মেয়াদোত্তীর্ণ পঁচা খেজুর আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিমুল আখতার এ অভিযান পরিচালনা করেন। এ সময় আরিফ ফল ভাণ্ডারের ব্যবস্থাপক আনোয়ার হোসেনকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শিমুল আখতার বলেন, ‘পবিত্র মাহে রমজান উপলক্ষে সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের একটি দল নগরীর গ্রেটার রোড এলাকায় ভেজালবিরোধী অভিযানে নামেন। এ সময় আরিফ ফল ভান্ডার থেকে মেয়াদোত্তীর্ণ ৮০ বস্তা পঁচা খেজুর জব্দ করা হয়। সেই সঙ্গে ব্যবস্থাপক আনোয়ার হোসেনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে আনোয়ার হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে এক মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।’
পরে জরিমানার টাকা পরিশোধ করে ছাড়া পান আনোয়ার হোসেন। জব্দ করা খেজুরগুলো পদ্মা নদীতে ফেলে ধ্বংস করে দেওয়া হয়েছে।