রাজশাহীতে ট্রেনে কাটাপড়ে ছাত্রের মৃত্যু

রাজশাহীর চারঘাটে ট্রেনে কাটাপড়ে এক কলেজছাত্র মারা গেছে। আজ সোমবার সকালে চারঘাট উপজেলার নন্দনগাছী রেল স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মামুনুর রশিদ চারঘাট ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল। সে উপজেলার বরকতপুর গ্রামের বাসিন্দা।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানিয়েছেন, সকাল ৯টার দিকে মামুন হেঁটে নন্দনগাছী রেল স্টেশনের পাশের একটি রাস্তা দিয়ে রেললাইন পার হচ্ছিল। এ সময় ঈশ্বরদী থেকে ছেড়ে আসা একটি কমিউটার ট্রেন মামুনকে ধাক্কা দেয়। এতে মামুনের দুই হাত কেটে পড়ে যায়। পরে রেল লাইনের পাশ থেকে মামুনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। এ সময় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।