খুলনার বাগমারা ব্রিজ এলাকায় অজ্ঞাত যুবকের লাশ

খুলনা নগরীর বাগমারা ব্রিজসংলগ্ন একটি মাঠ থেকে আজ মঙ্গলবার অজ্ঞাতপরিচয় এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। ছবি : এনটিভি
খুলনায় অজ্ঞাতনামা এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে নগরীর বাগমারা ব্রিজসংলগ্ন একটি মাঠ থেকে এই লাশ উদ্ধার করা হয়। ওই যুবকের পরিচয় জানা যায়নি।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার ভোরে এলাকাবাসী মাঠে যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলেই গিয়ে লাশটি উদ্ধার করে। লাশের সারা শরীর ও মাথায় ক্ষত-বিক্ষত আঘাত রয়েছে।
ময়নাতদন্তের জন্য লাশটি খুলনা মেডিকেল কলেজে মর্গে পাঠানো হয়েছে। তবে এই হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশ কিছু জানাতে পারেনি। যুবকের পরনে টি-শার্ট ও জিন্সের প্যান্ট ছিল।
ওসি শফিকুল ইসলাম আরো জানান, অপরাধীকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।