চুয়াডাঙ্গায় ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ছয়

চুয়াডাঙ্গায় সড়কে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার ভোরে সদর থানা ও দামুড়হুদা মডেল থানার পুলিশ পৃথক অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করে।
সদর থানা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামের রানা (৩২) ও জামান (৩০) এবং সদর উপজেলা আলোকদিয়া এলাকার রুবেল (২০) ও আলমডাঙ্গা উপজেলার শিবপুর গ্রামের নুরুজ্জামান (২৬)।
এ ছাড়া দামুড়হুদা থানা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, দামুড়হুদা উপজেলার দর্শনা হল্টচাঁদপুরের আবদুর রাজ্জাক (২৭) ও সদর উপজেলার নেহালপুরের সাইদুল ইসলাম (২৫)। প্রথম চারজনের কাছ থেকে পুলিশ দুটি ধারালো দা ও হাতুড়ি উদ্ধার করেছে।
চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন দুপুরে তাঁর সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা গত ১৯ মার্চ রাতে ঘোড়ামারা এলাকার বাস ডাকাতির সঙ্গে ও বড় দুধপাতিলা গ্রামে ছিনতাইয়ের সঙ্গে জড়িত।