খুলনায় নিজ বাসার সামনে শিক্ষক গুলিবিদ্ধ

খুলনা শহরের টুটপাড়ায় নিজ বাসার সামনে এক শিক্ষককে গুলি করেছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। তাঁর নাম মাহবুব মোস্তফা আঙ্গুর (৪০)।
আজ শুক্রবার ২টার পর মসজিদে জুমার নামাজ পড়ে নিজ বাসায় প্রবেশের সময় এ ঘটনা ঘটে। গুলিব্দ্ধি শিক্ষককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি খুলনায় প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) প্রশিক্ষক।
খুলনা মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক ডা. রফিকুল ইসলাম বলেন, গুলিবিদ্ধ ব্যক্তিকে অস্ত্রোপচার কক্ষে (ওটি) নেওয়া হয়েছে। তাঁর নিতম্বে গুল লেগেছে।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, মোটরসাইকেলে করে এসে দুই যুবক আঙ্গুরকে গুলি করে পালিয়ে যায়। খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনা স্বীকার করেন।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) দুদিন ধরে খুলনা সফর করছেন। এ কারণে খুলনা মহানগরী নিরাপত্তার চাদরে মোড়ানো রয়েছে।