রাস্তা পার হতে গিয়ে ট্রলিচাপায় গেল প্রাণ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় পাওয়ার ট্রলির নিচে চাপা পড়ে দুলু উদ্দিন পাকা (৫৫) নামের এক পথচারী নিহত হয়েছেন।
আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কার্পাসডাঙ্গা কবরস্থান মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুলু উদ্দিন দামুড়হুদা উপজেলার পীরপুরকুল্লা গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে ইট বহনকারী একটি পাওয়ার ট্রলি কার্পাসডাঙ্গা কবরস্থান মোড় অতিক্রম করছিল। এ সময় রাস্তা পার হতে গিয়ে দুলু ট্রাক্টরটির নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মো. ফকরুল আলম খান জানান, নিহত দুলু মানসিক ভারসাম্যহীন ছিলেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না করায় ময়নাতদন্ত ছাড়াই তাঁর লাশ হস্তান্তর করা হয়েছে।
ওসি আরো জানান, কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুর রাজ্জাক পরিবারের পক্ষে দুলুর লাশ গ্রহণ করেছেন।