খালেদা জিয়ার মনে অনেক কষ্ট : নাসিম

স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে জঙ্গিদের উত্থান বন্ধ হয়ে যাওয়ায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মনে অনেক কষ্ট।
২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে সকালে রাজধানীর মিরপুরে জল্লাদখানা বধ্যভূমিতে ১৪ দল আয়োজিত সমাবেশে এ কথা বলেন নাসিম।
১৪ দলের মুখপাত্র বলেন, একাত্তরের পরাজিত শক্তি এখন মরিয়া হয়ে উঠেছে। তাদের পৃষ্ঠপোষকতা করছে বিএনপি।
‘চক্রান্ত শেষ হয় নাই বলে গুপ্ত বোমাবাজি করা হয়। জঙ্গির উত্থান করানোর চেষ্টা হয়। কেন, কী কারণে? কারণ ওরা দেখেছে ওদের চোখের সামনে ওদের দোসরদের ফাঁসি হয়ে গেছে। ওরা দেখেছে জঙ্গি উত্থান বন্ধ হয়ে গেছে শেখ হাসিনার সাহসী নেতৃত্বের কারণে। তাই আজকে খালেদা জিয়ার মনে অনেক কষ্ট’, বলেন নাসিম।
‘ওই দোসরদের মনে কষ্ট, ওরা আবার পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। বাংলার জনগণ আর যাই হোক, ইনশাল্লাহ কোনো দিনই তাদের ক্ষমতায় আসতে দেবে না। কোনো পথেই আসতে পারবে না ইনশাল্লাহ’, যোগ করেন নাসিম।
সমাবেশে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, স্বাধীনতার ৪৫ বছর পর ২৫ মার্চকে জাতীয় গণহত্যা দিবস ঘোষণা করায় জাতি দায়মুক্ত হয়েছে।