নরসিংদীতে বাস-লেগুনা সংঘর্ষে একজন নিহত

নরসিংদীর সাহেপ্রতাপ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে লেগুনার সঙ্গে সংঘর্ষের পর যাত্রীবাহী একটি বাস খালে পড়ে যায়। ছবি : এনটিভি
নরসিংদীর সাহেপ্রতাপ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ফারুক ফকির (৩৮) নামের এক লেগুনাযাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আরো অন্তত ১০ লেগুনা যাত্রী গুরুতর আহত হয়েছে।
আহতদের নরসিংদী জেলা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মনোহরদী থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি রাস্তার পাশের খালে পড়ে যায়।
এ সময় আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় জেলা হাসপাতালে ফারুক মিয়া নামের একজন মারা যান।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।