উন্নয়নের জন্য নৌকার বিকল্প নেই : সীমা

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা বলেছেন, ‘কুমিল্লাবাসী বুঝেছে উন্নয়নের জন্য নৌকার বিকল্প নেই। দলের নেতাকর্মীরা কাজ করছে। আশাবাদী ৩০ মার্চ নৌকার জয় হবে।’
আজ সোমবার নির্বাচনী গণসংযোগের একপর্যায়ে সাংবাদিকদের এ কথা বলেন আঞ্জুম সুলতানা সীমা।
সকালে নগরীর ১১নং ওয়ার্ডের বজ্রপুর, নানুয়াদীঘি ও মুন্সেফবাড়ী এলাকায় গণসংযোগ করেন আঞ্জুম সুলতানা সীমা। এ সময় কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা তাঁর সঙ্গে ছিলেন।
সীমা বলেন, ‘নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ। আশা করব আগামী ৩০ মার্চ পর্যন্ত পরিবেশটা বজায় থাকবে। অভিযোগ থাকলে অনুরোধ করব নির্বাচন কমিশনের কাছে যেন লিখিতভাবে জানান। নির্বাচন কমিশন সেটা তদন্ত করে ব্যবস্থা নেবে।’
এদিকে আওয়ামী লীগের প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট করা হয়েছে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওমর ফারুককে। এ ব্যাপারে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেন, ‘আঞ্জুম সুলতানা সীমার প্রধান নির্বাচনী এজেন্ট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওমর ফারুক। আজ রাতের মধ্যে সব বুথের এজেন্ট তালিকা পেয়ে যাব। আগামী কাল তাদের একটা প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। কেন্দ্র ভিত্তিক পোলিং এজেন্টরাও প্রস্তুত আছেন।’