নরসিংদীতে ট্রেনের ধাক্কায় ভটভটির যাত্রী নিহত

নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ এলাকায় রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ দুজন।
আজ বুধবার দুপুর ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের আমিরগঞ্জ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত যাত্রীর নাম ইসমাইল ভূঁইয়া (৫৫)। তিনি নরসিংদী সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের হোসেনপুর মধ্যপাড়ার জয়নাল উদ্দিন ভূঁইয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আমিরগঞ্জ বাজার থেকে বেগুনবোঝাই করা একটি ভটভটি আজ দুপুর ২টার দিকে রেললাইন পার হচ্ছিল। এ সময় ঢাকা থেকে কিশোরগঞ্জগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ভটভটিকে ধাক্কা দেয়। এতে ভটভটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ভটভটির যাত্রী ইসমাইল নিহত হন। আহত হন চালকসহ আরেক যাত্রী।
আহত দুজনকে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়। অবস্থা আশঙ্কাজনক হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেন।
নরসিংদী রেলওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ফারুক হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ভটভটি উদ্ধার করে। ইসমাইলের লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।