দেবীগঞ্জে জেএমবির তিন ‘সদস্য’ গ্রেপ্তার

পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় জঙ্গি সংগঠন জেএমবির তিন ‘সদস্য’কে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার ভোর রাতে দেবীগঞ্জ ও কালীগঞ্জ বাজার থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি জিহাদি বই উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন দেবীগঞ্জ উপজেলার সবুজপাড়া এলাকার আবদুর রাজ্জক (২২), দণ্ডপাল ইউনিয়নের কালীগঞ্জ এলাকার মমিনুল ইসলাম (৩৫) এবং পামুলী ইউনিয়নের নুর আলম (৪০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে দেবীগঞ্জ বাজার থেকে জেএমবি সদস্য আবদুর রাজ্জাককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মমিনুল ও নুর আলমকে গ্রেপ্তার করা হয়।
দেবীগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু খায়ের জানান, জেএমবি সদস্যদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এরা তালিকাভুক্ত আসামি। এদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।