বাগেরহাটে ট্রলারডুবি : আরো ৩ লাশ উদ্ধার

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পানগুছি নদীতে খেয়া পারাপারের ইঞ্জিনচালিত ট্রলারডুবির ঘটনার চতুর্থ দিনে আরো তিনজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল।
আজ শুক্রবার সকালে লাশগুলো উদ্ধার করা হয়।
লঞ্চডুবির পর চার দিন ধরে নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। গত বুধবার সকাল থেকে পানগুছি নদীর দুদিকে ১০ থেকে ১২ কিলোমিটার এলাকায় তল্লাশি শুরু হয়।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পানগুছি নদীতে অতিরিক্ত যাত্রী বহনের কারণে খেয়া পারাপারের ট্রলার ডুবে যায়। এর পর মঙ্গলবার চার নারীর লাশ, বুধবার এক নারীর লাশ, বৃহস্পতিবার দিনভর নয়জনের লাশ উদ্ধার করা হয়। আজ সকালে আরো তিনটি লাশ নিয়ে মোট ১৭ জনের লাশ উদ্ধার করা হলো।
এ ঘটনায় এখন পর্যন্ত এক নারী ও দুই শিশু নিখোঁজ রয়েছে। আজ দুপুরের পর উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল আলম জানান, থানায় বিভিন্ন সময়ে প্রাপ্ত তথ্য অনুযায়ী শিশু, নারী, বৃদ্ধসহ ২২ জন নিখোঁজের তালিকা করা হয়। এর মধ্যে ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। বাকি দুজনকে হাসপাতালে ভর্তি পাওয়া গেছে। এখন পর্যন্ত তিনজন নিখোঁজ রয়েছে।