আসল ভোটে আ. লীগ জিতবে : স্বাস্থ্যমন্ত্রী

আজ খুলনার চুকনগর বধ্যভূমি স্মৃতিসৌধে ১৪ দলের সমাবেশে বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম। ছবি : এনটিভি
‘কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন কোনো নির্বাচন নয়, সুনামগঞ্জের নির্বাচন কোনো নির্বাচন নয়, আসল নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করবে। তাই সাহস থাকে তো আগামী সংসদ নির্বাচন অংশগ্রহণ করেন।
আজ খুলনার চুকনগর বধ্যভূমি স্মৃতিসৌধে ১৪ দলের এক সমাবেশে বিএনপির উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এসব কথা বলেন।
খুলনা ১৪ দলের সমন্বয়ক আলহাজ মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, জাসদের একাংশের সাধারণ সম্পাদক শিরিন আক্তার, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ প্রমুখ।
স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম বলেন, নির্বাচনের বিকল্প নির্বাচন, হরতাল বা সন্ত্রাস নয়। নারায়ণগঞ্জ নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়েছে, কুমিল্লায় বিএনপি জয়ী হয়েছে, আবার সুনামগঞ্জে আওয়ামী লীগ জয়ী হয়েছে।