সাঁথিয়ায় নছিমনের ওপর ট্রাক, মা-ছেলেসহ নিহত ৬

পাবনার সাঁথিয়া উপজেলার কাশীনাথপুর মোড়ে শ্যালো ইঞ্জিনচালিত একটি নছিমনের ওপর দ্রুতগতির ট্রাক উঠে যাওয়ায় মা-ছেলেসহ ছয়জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো চারজন। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
হতাহত ব্যক্তিদের সবাই নছিমনের যাত্রী। আহত যাত্রীদের বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন সুজানগর উপজেলার আহম্মদপুর গ্রামের আছিয়া খাতুন (৪০) ও তাঁর ছেলে রানা হোসেন (২০), আহসান মুহুরী (৩৮), স্কুলছাত্রী চম্পা খাতুন (৮), মতিন মৃধা (৩০) ও রুনা খাতুন (১৮)।
পাবনার পুলিশ সুপার (এসপি) মিরাজ উদ্দিন আহম্মেদ জানান, সকাল সাড়ে ৯টার দিকে কাশীনাথপুর মোড়ে বাঁক নেওয়ার সময় রসুনবোঝাই একটি ট্রাক পাশে দাঁড়িয়ে থাকা নছিমনের ওপর উঠে যায়। এতে নছিমনে থাকা যাত্রী বন্যা, আহসান মুহুরী ও রানা হোসেন ঘটনাস্থলেই মারা যায়। আহতদের হাসপাতালে নেওয়ার পথে রানার মা আছিয়া খাতুন, মতিন মৃধা ও রুনা খাতুন মারা যায়। আহত চারজনকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল ও বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।