তোলারাম কলেজে ছাত্রলীগের হামলার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে প্রগতিশীল ছাত্রজোট নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে এসেই সংক্ষিপ্ত সমাবেশ করে।
রাবি ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক যারিফ মুহিব অয়নের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন রাবি শাখা ছাত্র ফেডারেশনের সভাপতি ফারুক ইমন, রাবি শাখা ছাত্রফ্রন্টের সভাপতি আলমগীর হোসেন সুজন, বিপ্লবী ছাত্রমৈত্রী রাবি শাখার সাধারণ সম্পাদক দিলীপ রায়।
সমাবেশে বক্তারা বলেন, প্রগতিশীল ছাত্রজোট যে সময় শিক্ষার বাণিজ্যিকীকরণ বন্ধ করার জন্য আন্দোলন করছে ঠিক সে সময় ছাত্রলীগের সন্ত্রাসীরা সাধারণ ছাত্রদের পক্ষে কথা না বলে শিক্ষার বাণিজ্যিকীকরণের পক্ষে কথা বলছে।
তারই ধারাবাহিকতায় গতকাল বুধবার ছাত্রলীগের সন্ত্রাসীরা নারায়ণগঞ্জের তোলারাম কলেজে আন্দোলনরত প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীদের ওপর পরিকল্পিতভাবে হামলা করেছে। বক্তারা এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।
সন্ত্রাসীরা যখন হামলা করেছে তখন পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে অভিযোগ করে বক্তারা বলেন, দিন দিন বিশ্ববিদ্যালয় বা কলেজগুলোতে পুলিশের সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে, কিন্তু পুলিশ সাধারণ শিক্ষার্থীদের পাশে না থেকে তাঁরা সন্ত্রাসীদের মদদ দিচ্ছে।
অনতিবিলম্বে হামলাকারী ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা।