বিয়ের কথা বলে সম্পর্ক, ভিডিও ছড়ানোয় ১১ জন গ্রেপ্তার
কুড়িগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্কের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে ১১ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার ভোর রাতে শহরের কলেজপাড়া থেকে ঘটনার মূল আসামি রাশেদুল ইসলামকে গ্রেপ্তার করে সদর থানার পুলিশ। পরে তার দেওয়া তথ্য ধরে এ ঘটনায় জড়িত অন্যদের শহরের বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়।
পুলিশ জানায়, সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের এক তরুণীর সঙ্গে মুঠোফোনে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জের কেরানীপাড়ার রাশেদুল ইসলাম। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করেন। এই দৃশ্য মুঠোফোনে ধারণ করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেন রাশেদুল। কুড়িগ্রাম সরকারি কলেজের ছাত্র রাশেদুল ইসলামকে বিয়ের জন্য চাপ দেন ওই তরুণী। এতে ক্ষিপ্ত হয়ে রাশেদুল ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তরুণীর কাছ থেকে কয়েক দফায় লক্ষাধিক টাকা ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নেন এবং আরো টাকা দাবি করেন। উপায় না পেয়ে মেয়ের মামা বাদী হয়ে সদর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করলে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম জানান, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে করা মামলার মূল আসামি রাশেদুল ইসলামসহ সংশ্লিষ্ট আরো ১০ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।