সবজির দাম বেশি রাখায় ৫ ব্যবসায়ী আটক, জরিমানা

চট্টগ্রাম নগরীর বৃহত্তম কাঁচাবাজারে অভিযান চালান জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। ছবি : এনটিভি
চট্টগ্রামের কাঁচাবাজারে অভিযান চালিয়ে কিছু সবজির অস্বাভাবিক মূল্য নেওয়ার অভিযোগে কয়েকজন ব্যবসায়ীকে আটক ও জরিমানা করেছে জেলা প্রশাসন। আজ শুক্রবার সকালে নগরীর বৃহত্তম কাঁচাবাজারে অভিযান চালান জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।
এ সময় কিছু সবজির মূল্য অযৌক্তিকভাবে বেশি নেওয়ার দায়ে কয়েকজনকে জরিমানা করা হয়। এ ছাড়া একদিনের ব্যবধানে ২০ টাকার কাঁচামরিচ ৪৫ টাকা ও ৩৫ টাকার বেগুন ৭৫ টাকা দরে বিক্রির অপরাধে পাঁচ ব্যবসায়ীকে আটক করে জেলে পাঠান জেলা প্রশাসক।
রমজান মাসে ভোগ্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে একাধিক বাজার মনিটরিং কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এসব কমিটি প্রতিদিন নগরীর বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করছে, যা পুরো রমজানব্যাপী চলবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।