প্রতিরক্ষা সমঝোতা গোলামির দস্তখত : রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরে ভারতকে তুষ্ট করতে যে প্রতিরক্ষা সমঝোতা স্মারক সই করা হয়েছে, সেটি গোলামির দস্তখত। জনগণ সেই সমঝোতা মেনে নেবে না।
আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বাংলাদেশ জাতীয় দল’ আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন রিজভী।
চারদিনের রাষ্ট্রীয় সফরে ৭ এপ্রিল, শুক্রবার ভারতে যান প্রধানমন্ত্রী। আগামীকাল সোমবার সেই সফর শেষে দেশে ফিরছেন তিনি। সফরের দ্বিতীয় দিনে গতকাল শনিবার প্রতিরক্ষা, ঋণ, তথ্য-প্রযুক্তি, বিদ্যুৎ-জ্বালানিসহ বিভিন্ন খাতে ভারত ও বাংলাদেশের মধ্যে ৩৬টি সমঝোতা স্মারক ও চুক্তি সম্পন্ন হয়েছে।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘এই সরকার নতজানু হয়ে একটি গোলামির দস্তখত করেছেন। এটি এ দেশের জনগণ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে। এ দেশের মানুষ কোনো দিন এটা মেনে নেবে না।’
‘৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা চাই, দেশবিরোধী কোনো চুক্তি মানি না’ দাবিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে রিজভী দেশব্যাপী হত্যা-গুম বন্ধে জনগণকে ঐক্যবদ্ধ প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান।