নিরাপত্তার উদ্যোগ না নেওয়ায় বৈশাখীর উদ্বেগ

বিশিষ্ট নাগরিকদের আনসারুল্লাহ বাংলা টিম ১৩-এর হুমকি দেওয়ার পরও তাদের নিরাপত্তার কোনো উদ্যোগ না নেওয়ায় উদ্বেগ জানিয়েছেন বৈশাখী টেলিভিশনে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা- কর্মচারীরা।
বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলটির প্রধান নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মনজুরুল আহসান বুলবুলসহ ২৫ জন বিশিষ্ট ব্যক্তিকে হত্যার হুমকির প্রতিবাদে আজ শনিবার দুপুরে মানববন্ধন করে বৈশাখী পরিবার।
রাজধানীর মহাখালীতে বৈশাখী কার্যালয়ের সামনে মানববন্ধনে বক্তারা বলেন, জঙ্গিবাদী হুমকিতে মুক্তচিন্তার পথ রুদ্ধ করা যাবে না। তাঁরা ভীতও নন। এ দেশের জনগণ জঙ্গিদের প্রতিহত করবে। তাঁরা বলেন, সরকারের দায়িত্ব এই বিশিষ্ট নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। এখনই জঙ্গিদের প্রতিহত করা না গেলে তারা মাথা চাড়া দিয়ে উঠবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তাঁরা।
গত ১৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরেফিন সিদ্দিকের কার্যালয়ে আনসারুল্লাহ বাংলা টিমের ১৩ জনের নাম লেখা একটি চিঠি আসে। এতে উপাচার্য আরেফিন সিদ্দিক, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও জনপ্রিয় কথাসাহিত্যিক মুহম্মদ জাফর ইকবাল, বিশিষ্ট সাংবাদিক আবেদ খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহরিয়ার কবির, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দিন বাচ্চু, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক শাহীন রেজা নূর, একাত্তর টিভির উপস্থাপিকা নবনীতা চৌধুরী, এটিএন নিউজের সাংবাদিক মুন্নী সাহা, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক আরাফাত রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি বাপ্পাদিত্য বসু, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, মঞ্চের একাংশের নেতা কামাল পাশা চৌধুরী, মঞ্চের কর্মী মাহমুদুল হক মুন্সী বাঁধন ও এস এম শাহীন, ব্লগার কানিজ আকলিম সুলতানা ও সঙ্গীতা ইমাম।
এর আগে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালেয়র উপাচার্যসহ ১১ জনকে হত্যার হুমকি দিয়ে ‘আনসারুল্লাহ বাংলা টিম’ লেখা চিঠি আসে। এরপর একই সংগঠনের নাম লেখা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ সাতজন বিশিষ্ট নাগরিককে হত্যার হুমকি দিয়ে চিঠি আসে।