মিটফোর্ড হাসপাতালের টয়লেটে রহস্যজনক বিস্ফোরণ

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের একটি টয়লেটে রহস্যজনক বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার ভোরে হাসপাতালের জরুরি বিভাগের একটি টয়লেটে এ ঘটনা ঘটে।
সংবাদ সংস্থা ইউএনবি জানিয়েছে, বিস্ফোরণে হাসপাতালের কয়েকটি জানালার কাচ ভেঙে গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জানান, বুধবার ভোর সাড়ে ৩টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের একটি টয়লেটে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে। টয়লেটটি বাইরে থেকে বন্ধ করে রাখা হয়েছিল। কয়েক মাস ধরে টয়লেটটি ব্যবহার হতো না।
ওসি বলেন, বিস্ফোরণের পর কোনো আলামত পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, টয়লেটের গ্যাসের কারণে বিস্ফোরণ ঘটেছে। এরই মধ্যে গণপূর্ত অধিদপ্তরকে বিষয়টি জানানো হয়েছে। তারা হয়তো বিস্ফোরণের কারণ জানাতে পারবে।