নাফ নদে গোলাগুলি, নারী নিহত : বিজিবি

কক্সবাজারে নাফ নদে গোলাগুলির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দিবাগত রাতে মিয়ানমার থেকে আসা দুটি নৌকার সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে বলে জানিয়েছে বর্ডার গার্ড ব্যাটালিয়ানের (বিজিবি) সদস্যরা।
ওই ঘটনায় এক নারী নিহত ও চারজন গুলিবিদ্ধ হয়েছে। নিহত নারী জাহিদা বেগম মিয়ানমারের বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি। অন্যদিকে আহত চারজনের মধ্যে তিনজনই মিয়ানমারের নাগরিক।
বিজিবি জানিয়েছে, একটি নৌকা থেকে ২৮ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। যার দাম ৮৪ লাখ টাকা।
২ বিজিবি টেকনাফের পরিচালক অধিনায়ক মো. আবুজার আল জাহিদ জানান, মিয়ানমার থেকে বাংলাদেশে দুটি নৌকা আসতে থাকে। থামানোর সংকেত দিলেই ওই নৌকাগুলো থেকে বিজিবির ওপর গুলিবর্ষণ শুরু হয়। এতে বিজিবিও জানমাল ও সরকারি সম্পদ রক্ষা করতে পাল্টা গুলিবর্ষণ করে। এতে একটি নৌকা দ্রুত দিক পরিবর্তন করে মিয়ানমারের দিকে চলে যায়। অপর নৌকাটি চরে আটকে যায়। ওই নৌকা থেকে আহত ও ই্য়াবা উদ্ধার করা হয়।
ওই ঘটনায় নিহত জাহেদা বেগম (৬০) মিয়ানমারের মংডুর বাসিন্দা বলে বিজিবি জানিয়েছে। আহত অন্যরা হলেন মিয়ানমারের কাসেম (৮০), মজুমা (৪৯), রাশিদা (২৫) ও কক্সবাজারের মো. শফিক (৩৫)।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশফাকুজ্জামান জানিয়েছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহমদের উপস্থিতিতে লাশের সুরতহাল প্রতিবেদন করেছে পুলিশ।