ইঁদুর খেয়েছে ৭২৩ কোটি টাকার ফসল
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/06/21/photo-1434898539.jpg)
গত ২০১৪-১৫ অর্থ বছরে সর্বমোট ৭২৩ কোটি ৭২ লাখ সাত হাজার ৩৫৫ টাকার ধান, চাল ও গম ফসলের ক্ষতি করেছে ইঁদুর। এরমধ্যে চালের ক্ষতির পরিমাণ প্রায় ৬২ হাজার ৭৬৪ মেট্রিক টন। যার বর্তমান বাজার মূল্য ২০০ কোটি ৮৪ লাখ ৪৮ হাজার টাকা।
আজ রোববার দশম জাতীয় সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশনে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এ কথা বলেন। চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম আবদুল লতিফের এক লিখিত প্রশ্নের উত্তরে এ তথ্য দেন মতিয়া চৌধুরী।
মতিয়া চৌধুরী বলেন, ইদুরের কারণে ধানের ক্ষতির পরিমাণ প্রায় দুই লাখ ৩৭ হাজার ৭৪৪ মেট্রিক টন। যার বর্তমান বাজার মূল্য ৪৩৯ কোটি ৮২ লাখ ৭৯ হাজার ৩৫৫ টাকা। তিনি আরো বলেন, ইঁদুর প্রায় ২৯ হাজার ৬৬০ মেট্রিক টন গম নষ্ট করেছে। যার বাজার মূল্য প্রায় ৮৩ কোটি চার লাখ ৮০ হাজার কোটি টাকা।
মহিলা আসন ২৩-এর সংসদ সদস্য পিনু খানের অপর এক লিখিত প্রশ্নের উত্তরে কৃষিমন্ত্রী বলেন, দেশে বর্তমান মৌসুমে ৬৯ হাজার ৪০৩ মেট্রিক টন বীজতুলা হতে এক লাখ ৫২ হাজার ৫৩৪ বেল আশ তুলা উৎপন্ন হয়েছে।