শরীয়তপুরে ট্রাকের নিচে পড়ে ব্যবসায়ী নিহত

শরীয়তপুর সদর উপজেলার কাশিপুরে উল্টে আছে কাঁচামাল ভর্তি ট্রাক। ছবি : এনটিভি
শরীয়তপুর সদর উপজেলার কাশিপুরে কাঁচামাল ভর্তি একটি ট্রাক উল্টে বাচ্চু গাজী (৬০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে শরীয়তপুর-মাদারীপুর মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত বাচ্চু গাজী চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পশ্চিমাশা গ্রামের কাশেম পণ্ডিতের ছেলে।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, ঝিনাইদহ থেকে ছেড়ে আসা একটি ট্রাক চাঁদপুর যাওয়ার পথে কাশিপুর এলাকায় উল্টে যায়। এ সময় ট্রাকের ওপর থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই এক ব্যবসায়ীর মৃত্যু হয়। ট্রাকটি আটক করা হয়েছে।