‘আই অ্যাম অ্যাক্টিভ, নট ইনফ্লুয়েনশিয়াল’

পরিবহন মালিকদের প্রভাবশালী উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তিনি সক্রিয় হলেও প্রভাবশালী নন।
আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে সড়ক দুর্ঘটনায় নিহত এক বিশ্ববিদ্যালয়ছাত্রীর পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এই মন্তব্য করেন।
২৬ বছর আগে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাস দুর্ঘটনায় নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্রী নাফিয়া গাজী। দীর্ঘ আইনি লড়াই শেষে গত মাসে তাঁর পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন আদালত। আজ নাফিয়ার বাবার হাতে প্রথম কিস্তিতে আড়াই লাখ টাকার চেক তুলে দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
ওই সময় মন্ত্রীর কাছে জানতে চাওয়া হয় রাজধানীতে সিটিং সার্ভিস বন্ধে চলমান অভিযানের সময় যারা বাস না নামিয়ে জনদুর্ভোগ বাড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কেন কঠোর ব্যবস্থা নিচ্ছে না সরকার। জবাবে তিনি বলেন, ‘কেউ নানা অজুহাতে যদি গাড়ি না চালায়, আমরা কি, আমাদের দেশের বাস্তবতা কি সে যে, আমরা জোর করে গাড়ি নামাতে পারব? আর গাড়ির সাথে যারা জড়িত, তারা খুব সামান্য মানুষ না। তারা অনেকে খুব প্রভাবশালী। সরকারের চেয়ে প্রভাবশালী-এই কথাটা ঠিক নয়। সরকার যখন এটা বাঁধন কষণ শুরু করবে, তখন ফসকা গেরো হয়ে যাবে। তখন আপনারাও বলেন যে, সরকার বাড়াবাড়ি শুরু করেছে।’
আরেক প্রশ্নের জবাবে ওবায়দুল বলেন, ‘নো প্রভাবশালী। ইয়েস, আই অ্যাম অ্যাক্টিভ (হ্যাঁ, আমি সক্রিয়)। নট ইনফ্লুয়েনশিয়াল (প্রভাবশালী নই)। …এই দেশের পরিবহন সেক্টর কি আগের তুলনায়, আগের সরকারের তুলনায় এখন কি ভালো নয়? ব্যর্থতার ভাগ আছে। সব তো ব্যর্থ না।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, পরিবহন খাতে বিশৃঙ্খলা ঠেকাতে বাস্তবসম্মত পদক্ষেপ নিতে আগামীকাল বুধবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও পরিবহন মালিকদের বৈঠকে বসার নির্দেশ দিয়েছেন তিনি।
‘জনস্বার্থ কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা খতিয়ে দেখে আমার মনে হয়, বাস্তবভিত্তিক একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। সেটা আমি বিআরটিএর চেয়ারম্যান এবং মালিক সমিতির নেতাদের অলরেডি আমি নির্দেশনা দিয়েছি’, বলেন ওবায়দুল।
‘আমি বলছি কালকে একটা মিটিং হবে’ যোগ করেন ওবায়দুল কাদের।